শেষ আপডেট: 14th June 2024 13:28
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনে বিজেপির এজেন্ডা ছিল হিন্দুত্ব। কংগ্রেস সহ বিরোধীদের অস্ত্র ছিল আকাশছোঁয়া বাজারদর। সাধারণ মানুষের মধ্যে যে দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষোভ ঝরে পড়েছে, তার ফলও টের পাওয়া গিয়েছে। এবার সরকারি পরিসংখ্যানে জানা গেল, মে মাসে খুচরো বাজারে জিনিসের দাম ২.৬১ শতাংশ বেড়েছে। যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার কেন্দ্রের তরফে দেওয়া তথ্যে বলা হয়েছে, হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) মে মাসে ২.৬১ শতাংশ বেড়েছে। মাসের ভিত্তিতে এই হিসাবে গত এপ্রিল মাসে খুচরো বাজারে দামবৃদ্ধির হার ছিল ১.২৬ শতাংশ। এ নিয়ে এ বছরে পরপর তিনমাস জিনিসপত্রের দাম বাড়ার ধারা অব্যাহত থাকল।
সরকারি তথ্যে জানানো হয়েছে, অপরিশোধিত পেট্রল এবং প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, খাদ্যসামগ্রী, খাদ্যসামগ্রীর উৎপাদনের মূল্যবৃদ্ধির জেরেই খুচরো বাজারে তার প্রভাব পড়েছে। মে মাসে খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেছে ৯.৮২ শতাংশ। এপ্রিলে যা ছিল ৭.৭৪ শতাংশ। সবজি-আনাজের দাম মে মাসে ৩২.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে যা ছিল ২৩.৬০ শতাংশ।
কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পেঁয়াজের দামও দিনদিন লাফ দিয়ে বেড়ে চলেছে। মে মাসে পেঁয়াজের দাম ৫৮.০৫ শতাংশ, আলুর ৬৪.০৫ এবং মশলাপাতির দাম ২১.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।