নিজস্ব ছবি
শেষ আপডেট: 11 April 2025 09:13
দ্য ওয়াল ব্যুরো: এসএসসির দুর্নীতি (SSC Scam) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।
প্যানেল বাতিলের কারণে শিক্ষক-শিক্ষিকার সংকট দেখা দিয়েছে স্কুলে স্কুলে। মাথায় বাড়ি পড়েছে রাজ্যের বিজ্ঞান শাখার পঠন-পাঠনেও। সূত্রের খবর সমাধান খুঁজতে প্রয়োজনে ক্লাস্টার ভিত্তিক পড়ানোর চিন্তাভাবনা শুরু হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (Higher Secondary Education) অন্দরে।
জানা গিয়েছে, স্কুলগুলো যাতে ক্লাস করানো বন্ধ না করে তার জন্য প্রধান শিক্ষকদের পরামর্শও দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের পরামর্শ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে আপাতত কিছু দিন যেন ক্লাস করানো হয়। প্রয়োজনে ভলেন্টিয়ার টিচারও নিয়োগ করা যেতে পারে।
অন্যদিকে, ওই সূত্রের তরফে জানা যাচ্ছে, পাশাপাশি ২ থেকে ৩টি স্কুলকে একত্রিত করে ক্লাস্টার ভিত্তিক ক্লাস করানোরও চিন্তাভাবনা করছে সংসদ। অর্থাৎ, কোনও একটি স্কুলে শিক্ষক থাকলে আশেপাশের অন্যান্য স্কুলের পড়ুয়াদেরও এক জায়গায় এনে পাঠদানের ব্যবস্থা করা যেতে পারে। রাজ্যের শিক্ষানীতি ২০২৩ এই ব্যবস্থার উল্লেখও রয়েছে।
বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, সেই পরীক্ষার্থীর হার যথেষ্ট কম। সেক্ষেত্রে এখন যদি বিজ্ঞান বিভাগে শিক্ষকের ঘাটতি দেখা দেয়, তাহলে সংখ্যাটা আগামী দিনে যথেষ্ট কমে যেতে পারে। যা শিক্ষাব্যবস্থায় যথেষ্ট চিন্তার ও আশঙ্কার।