শেষ আপডেট: 16th March 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: ২৫ জন জেলা সভাপতির নাম আগেই ঘোষণা করেছে বিজেপি। ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি কে হবেন? সুকান্ত মজুমদারের উত্তরসূরী এখনও ঠিক করে উঠতে পারেনি বঙ্গ বিজেপি। তার মধ্যেই রোববার দলের সাংগঠনিক বৈঠক হয়ে গেল। চলতি মাসের শেষেই অমিত শাহ রাজ্য সফর রয়েছে। তার আগেই দল চাইছে যতটা সম্ভব সংগঠন গুছিয়ে নিতে।
শুভেন্দু অধিকারী যে এই দৌড়ে নেই তা তিনি নিজে আগে জানিয়ে দিয়েছেন। এরকম অবস্থায় আজ দলের বৈঠকে যোগ দিতে এসে সুকান্ত মজুমদার বলেন, "গেম একই থাকে। ক্যাপ্টেন বদলে যায়।"
সুকান্তের এহেন মন্তব্যেই জল্পনা তুঙ্গে। তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর পরিবর্তে রাজ্য বিজেপির দায়িত্বভার সামলাবেন কে? সেই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
প্রশ্ন উঠছে, সুকান্ত মজুমদারের মন্তব্য কি রাজ্য বিজেপির সভাপতি বদলের ইঙ্গিত? আজকের বৈঠকে সামিল ছিলেন অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা।
সুকান্তের কথায়, "আজকের বৈঠক হল সাংগঠনিক বৈঠক। বিজেপিতে নেতার পরিবর্তন হয়। কিন্তু কাজটা একই থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একজন ব্যক্তি সব বদল করতে পারে না। এটা একটা টিম গেম। সেই টিমের ক্যাপ্টেন বদল হয়। কিন্তু গেমটা একই থাকে।"
তাৎপর্যপূর্ণ ব্যাপার এই যে, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহাবৈঠকের পরপরই আজ সাংগঠনিক বৈঠকে বসল বিজেপি।