দলের শিথিল মনোভাব নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছিল। অবশেষে স্পষ্ট বার্তা পাওয়া গেল। আগামী ৩ জুলাই-ই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।
সুকান্ত মজুমদার
শেষ আপডেট: 1 July 2025 08:17
দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছরের জট কাটিয়ে রাজ্য বিজেপির (BJP WB) সভাপতির (BJP State President) নাম ঠিক করতে অবশেষে গতি এল। দীর্ঘদিন ধরে সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন সভাপতি নিয়ে পদ্ম শিবিরের পক্ষ থেকে কোনও দৃশ্যমান উদ্যোগ ছিল না। অথচ সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে দলের এই শিথিল মনোভাব নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছিল। অবশেষে স্পষ্ট বার্তা পাওয়া গেল। আগামী ৩ জুলাই-ই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।
সূত্রের দাবি, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের আগেই রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য ইঙ্গিত, নতুন কাউকে নয়, পুরনো মুখ সুকান্ত মজুমদারকেই (Sukanta Majumder) দ্বিতীয় দফায় দায়িত্বে রাখার পক্ষেই মত কেন্দ্রীয় নেতৃত্বের। কারণ, এখনই নতুন কাউকে এনে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দিলে ভোটের মুখে দল আরও বিপাকে পড়তে পারে। সময় হাতে খুব কম, তাই সুকান্তেই ভরসা রাখার পক্ষে যুক্তি খুঁজছেন শীর্ষ নেতৃত্ব।
আবার দলের কেউ কেউ বলাবলি করছেন, সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বাসভবনে শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) আমন্ত্রণ পাওয়াটাও একটা বিষয়।
বিজেপির সংবিধান অনুযায়ী, এক জন সভাপতি সর্বোচ্চ দু’বার তিন বছরের জন্য দায়িত্বে থাকতে পারেন। সুকান্তের পূর্বসূরি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাও দুই দফায় এই পদে ছিলেন। তাই নিয়ম অনুযায়ী সুকান্তের সামনে দ্বিতীয়বারের জন্য দায়িত্বে ফেরার রাস্তা খোলা।
একইসঙ্গে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র থেকে একজন করে জাতীয় পরিষদের সদস্যও মনোনীত করা হবে। এখানেও অধিকাংশ ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার সম্ভাবনা প্রবল, ফলে সেখানেও নির্বাচন নয়, মনোনয়নের মাধ্যমেই চূড়ান্ত হবে সদস্যপদ।