শশী পাঁজা।
শেষ আপডেট: 10th February 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর আন্দোলনের আবহেই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের একাংশকে নিয়ে 'প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন' নামে নতুন সংগঠন তৈরি করেছে তৃণমূল। রবিবার রাতে কে বা কারা রাতের অন্ধকারে তৃণমূলের নতুন চিকিৎসক সংগঠনের একাধিক পোস্টার ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ। যা নিয়ে সোমবার বড় প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী তথা নয়া সংগঠনের নেতা শশী পাঁজা।
সোমবার এ ব্যাপারে স্বাস্থ্যসচিব থেকে আরজি করের অধ্যক্ষ, কলকাতা পুলিশের ডিসি নর্থ থেকে স্থানীয় থানা, সরকারের গ্রিভান্স সেল- সর্বত্রই ই-মেলে অভিযোগ জানিয়েছে 'প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন'।
শশী পাঁজা বলেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে যে উন্নয়ন করছেন তা যাতে সবার কাছে পৌঁছয়, তার জন্যই মূলত এই সংগঠন। অথচ রাতের অন্ধকারে সংগঠনের পোস্টার ছিঁড়ে ফেলা হল। আমরা প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজটা চাইছি, কারা এগুলো করছে সেটা দেখা দরকার।
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। ওই ঘটনার পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আন্দোলন তীব্রতর করা হয়েছিল। টানা কর্মবিরতিতে নেমেছিলেন তাঁরা। এদিন নাম না করে ওই সংগঠনকে নিশানা করে শশী বলেন, "তাহলে কি আন্দোলনের মুখটা ঘুরে গেছে?, আমাদের পোস্টার ছেঁড়া তাঁদের কাজ? রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে পোস্টার ছেঁড়া হয়েছে সেটা তো স্পষ্ট।"
একই সঙ্গে হুঁশিয়ারির সুরে শশী এও বলেন, "মুখ্যমন্ত্রী দিন-রাত এক করে রাজ্যের উন্নয়ন করবেন, স্বাস্থ্য ব্যবস্থা অক্ষুন্ন রাখার চেষ্টা করবেন এদিকে হাসপাতালগুলোতে মানুষ প্রকৃত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন, এটা বরদাস্ত করা হবে না।"
তাঁর অভিযোগ, আন্দোলনের নামে সরকারের বদনাম করতে একাংশ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা হাসপাতালের প্রকৃত চিকিৎসা পরিষেবাকে ব্যহত করছেন।