শেষ আপডেট: 31st August 2024 12:25
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে সরগরম রাজ্য। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এমন আবহে ধর্ষণে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল খোদ পুলিশই। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল তৈরি হয়েছে।
ঘটনায় এক এএসআই-সহ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। হামলার ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, হাসনাবাদে পুলিশের ফাঁকা আউটপোস্টে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ওই অভিযুক্তকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তখনই অভিযুক্ত-সহ কয়েকজন তাঁদের ওপরে হামলা করে অভিযোগ।
ঘটনায় পুলিশের একজন এএসআই-সহ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত-সহ ২জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় শোরগোল তৈরি হয়েছে জনমানসে। তাঁরা বলছেন, 'পুলিশই যদি এভাবে আক্রান্ত হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?'