Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বাংলার সবথেকে বড় চোর শুভেন্দু, ওকে ডাকাত বললেও অবাক হব না: শওকত সেলস ট্যাক্স বিল বিতর্কে নজিরবিহীন সিদ্ধান্ত, বিজেপির বক্তব্য বিবরণী থেকে বাদ স্পিকারেরইরান ইস্যুতে ট্রাম্পের পায়ে বেড়ি, বিরোধী সহ শাসক জোটের নেতারাও যুদ্ধের বিরোধীইরানের পারমাণবিক বাঙ্কার ধ্বংসের ক্ষমতা নেই ইজরায়েলের, ভরসা মার্কিন শক্তিশালী বোমা ‘এমওপি’৩২-এই থামল ক্লাইভের উড়ান, বিমান দুর্ঘটনায় প্রয়াত কো-পাইলটের শেষকৃত্যে শোকস্তব্ধ পরিবারবাবা জোর করে বিয়ে দিয়েছিল, পড়াশোনা করতে চেয়ে বাড়ি থেকে পালিয়ে থানায় নাবালিকানখে কেন কালো নেলপলিশ লাগান রোনাল্ডো? সবই নয় ফ্যাশন, পুরোটাই স্বাস্থ্যের গল্প!IND vs ENG: এবার নজরে বুমরাহ-রুট দ্বৈরথ, এগিয়ে কে?অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্কটজনক, এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এইমসেযাঁরা ইংরেজি বলেন, ভবিষ্যতে লজ্জা পাবেন, দেশের সংস্কৃতি বোঝার ক্ষমতা বিদেশি ভাষার নেই: শাহ
Supreme Court

VC Recruitment: উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কোথায় আপত্তি, সুপ্রিম কোর্টে পেনড্রাইভ জমা দিয়ে কারণ দেখালেন রাজ্যপাল

রাজ্যের ১৭ টি বিশ্ববিদ্যালয়ে (University) উপাচার্য নিয়োগ নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের। বৃহস্পতিবার আপত্তির কারণ দেখিয়ে পেন ড্রাইভে পাসওয়ার্ড-সহ আদালতে জমা দিলেন আচার্যের (CV Anand Bose) আইনজীবী।

VC Recruitment: উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কোথায় আপত্তি, সুপ্রিম কোর্টে পেনড্রাইভ জমা দিয়ে কারণ দেখালেন রাজ্যপাল

রাজ্যপাল সিভি আনন্দ বোস

শেষ আপডেট: 15 May 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে (Supreme Court) উপাচার্য নিয়োগ (VC Recruitment) মামলার শুনানি হল। রাজ্যের ১৭ টি বিশ্ববিদ্যালয়ে (University) উপাচার্য নিয়োগ নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের। বৃহস্পতিবার আপত্তির কারণ দেখিয়ে পেন ড্রাইভে পাসওয়ার্ড-সহ আদালতে জমা দিলেন আচার্যের (CV Anand Bose) আইনজীবী। যা প্রাক্তন প্রধান বিচারপতি এবং সার্চ অ্যান্ড সিলেকশন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ললিতের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস গড়িমসি করছেন বলে অভিযোগ তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন এই কারণেই সমস্যা হচ্ছে উপাচার্য নিয়োগে। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করা যাচ্ছে না বলেই অচলাবস্থা কাটছে না বলেও অভিযোগ ছিল ব্রাত্যের। সেই ইস্যুতেই সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয়, এ ব্যাপারে কোনও রকম অজুহাত চলবে না।

দু’'সপ্তাহের মধ্যে রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কাজ শেষ করতে হবে বলে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। তারপরও উপাচার্য নিয়োগ হয়নি। কেন হয়নি, কোথায় আপত্তি, সে সমস্ত কারণ জানিয়ে এদিন তথ্য জমা দেন রাজ্যপালের আইনজীবী।

সে প্রসঙ্গে বিচারপতি সূর্য কান্ত জানান, রাজ্যপালের অভিযোগ খতিয়ে দেখবে প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন কমিটি। তার পরে শুনানি হবে। অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন, পর্যবেক্ষণ বিচারপতি সূর্য কান্তের। গ্রীষ্মের ছুটির পরে সুপ্রিম কোর্টে হবে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।


ভিডিও স্টোরি