শেষ আপডেট: 11th February 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আগামীকাল বুধবার বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ সালের বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বভাবতই এবারের বাজেটে কোন কোন দিকে সরকার জোর দেবে, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।
ইতিমধ্যেই এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হতে পারে বলে আগাম ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্য সরকারের বাজেট অভিমুখ নিয়ে ব্যাখ্যা দিলেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
শোভনদেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন, তাই উনি সবসময় নিজেকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর আমাদের সরকারের প্রথম লক্ষ্যই ছিল, কী করে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক দিক থেকে নির্ভরশীল করে তোলা যায়। আসলে আর্থিকভাবে যারা সবচেয়ে পিছিয়ে তাঁদের উন্নতি না করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
শোভনদেব এও বলেন, শুধু সমাজের পিছিয়ে পড়া অংশই নয়, ধীরে ধীরে ছাত্র, যুব, কর্মচারী, শ্রমিক, মহিলা-সহ সমাজের সর্বস্তরকেই উপকৃত করেছেন তিনি। প্রত্যাশিতভাবে এবারের বাজেটের অভিমুখও সেদিকেই থাকবে বলা যেতে পারে।
বাংলায় তৃণমূল সরকারের অন্যতম স্লোগান হল, 'এগিয়ে বাংলা'। শোভনদেব বলেন, "এই এগিয়ে বাংলা শুধু স্লোগান নয়, আমাদের সরকারের উন্নয়নের প্রধান মন্ত্রও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতি মুহূর্তে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।" নিজের দাবির সপক্ষে প্রবীণ মন্ত্রীর দাবি, ২০১১ সালের আগে কৃষিতে যা ছিল আমরা তার চেয়ে অনেক এগিয়ে গিয়েছি। এখন সারা দেশের নিরিখে বাংলায় কৃষকদের আয় সবচেয়ে বেশি।
ওয়াকিবহাল মহলের মতে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, এবারের রাজ্য বাজেটে শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি, নতুন নিয়োগের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও সামাজিক প্রকল্পে একাধিক ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।