শেষ আপডেট: 8th November 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো: নবান্নের বাসস্ট্যান্ডের সামনে ধর্না করতে চেয়ে পুলিশে আবেদন জানিয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলাতেই বড় পর্যবেক্ষণ সামনে আনল কলকাতা হাইকোর্ট।
গ্রুপ ডি ঐক্য মঞ্চর ধর্নার আবেদন মঞ্জুর করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, 'শহরের কোথায় কোথায় ধর্না করা যাবে কোথায় যাবে না এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা উচিত রাজ্য সরকারের। এ ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইনও করে দেওয়া উচিৎ সরকারের।'
আগামী ১১-১৩ নভেম্বর নিজেদের দাবি দাওয়া নিয়ে নবান্নের সামনে দিবারাত্রি টানা ধর্না অবস্থান করতে চেয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছিল আদালতে। এদিন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, "নবান্নের বাসস্টপ ওটা। ওখানে রাজনৈতিক কর্মসূচি করা যাবে না।' জবাবে বিচারপতি বলেন, 'এরা তো রাজনৈতিক পার্টি নয় । এরা একটা অবস্থান করতে চাইছে। পুলিশের বাধা দেবার অধিকার নেই।'
রাজ্যের তরফে জানানো হয়, 'নিরাপত্তার স্বার্থে এটা বারণ করা হচ্ছে । অন্য জায়গায় ধর্না করুক।' আবেদনকারী আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, "বার বার মুখ্যমন্ত্রী কাছে আবেদন করা হয়েছে দেখা করার জন্য। তিনি দেখা করেননি। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের এই কর্মসূচি।'
এ সময় বিচারপতিকে বলতে শোনা যায়, 'অন্য কোনও জায়গায় ধর্না করা যায় কি? যেখানে থেকে পাঁচ জন এসে নবান্ন ডেপুটেশন জমা দিয়ে যাবে। মুখ্য সচিব সেই ডেপুটেশন নেবেন।' আবেদনকারীদের আইনজীবী জানান, রাজ্য নয়, এ ব্যাপারে আদালতই জায়গা ঠিক করে দিক। এ সময় বিচারপতি জানান, 'নবান্ন বাস স্ট্যান্ডের সামনে নয়, আন্দোলনকারীরা ধর্না করতে পারবে মন্দির তোলা বাস স্ট্যান্ডের সামনে। কর্মসূচি শেষে পাঁচজন নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে পারবেন। জানাতে পারবেন তাদের দাবি।'
এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতা শহরের কোথায় কোথায় ধর্না করা যাবে কোথায় যাবে না এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা উচিত রাজ্য সরকারের। পাশাপাশি গাইডলাইনও তৈরি করুক রাজ্য।