শেষ আপডেট: 25th October 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো: দানার জেরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যান্য দিনের মতো দুর্যোগে ফাঁকা শহরের রাস্তা। বৃষ্টির জন্য অনেকেই বাড়ি থেকে বের হননি। বাস-অটো তেমন চলেনি। দুর্যোগ কখন থামবে সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার বিকেল চারটের পর থেকে দানার প্রভাব অনেকটাই কমবে। ইতিমধ্যে শক্তি খোয়াতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শুক্রবার জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিকেল চারটে পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দানার জেরে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে । এই জেলাগুলির কিছু অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
সোমনাথবাবু আরও জানিয়েছেন, বিকেলের দিকে দুর্যোগের প্রভাবে কমলেও নিম্নচাপের জের চলছে। এই মুহূর্তে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না। দানার অভিমূখ এখন অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ল্যান্ডফল করে ডানা। হাভালিখাটি নেচার ক্যাম্পের কাছে আছড়ে পড়ে। তারপর থেকে চার ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন করে।
আবহাওয়া দফতেরর অধিকর্তা আরও জানিয়েছেন, প্রতিবছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত দুর্যোগের আশঙ্কা থাকে। এবার একটি মাত্র ঘূর্ণিঝড় এসেছে। লাল সর্তকতা জারি রয়েছে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, হুগলি উত্তর ২৪ পরগনায় কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা। উত্তরবঙ্গে দুই দিনাজপুর, মালদা বিক্ষিপ্তভাবে এক দুই জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।
আগামী ২৬ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম দুই মেদিনীপুর জেলাতে। আর কোথাও কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
২৭ তারিখ দক্ষিণবঙ্গে সমস্ত জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ২৮-২৯ তারিখ দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আবহাওয়া দফতর। ৩০-৩১ তারিখ দক্ষিণবঙ্গ এর কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
.