শেষ আপডেট: 25th September 2023 12:00
দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ এখন মানুষের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম! কাজ হোক বা আড্ডা, বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই ম্যাসেজিং অ্যাপ মানুষের কাছে সেরা ঠিকানা। কিন্তু আপনি কি জানেন আর মাত্র কয়েকটা দিন তারপর আপনার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ (WhatsApp to stop working) করে দেবে!
কী চিন্তায় পড়ে গেলেন তো? চিন্তা নেই, সব ফোনের জন্য নয়। নির্দিষ্ট কিছু স্মার্টফোনের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু কেন, সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবর মাস থেকেই পুরনো অপারেটিং সিস্টেমে অচল হবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।
জানা গেছে, আগামী ২৪ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড (Android phones) অপারেটিং সিস্টেম ৪.১ (Android Operating System 4.1) বা তার পুরনো ভার্সনগুলিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারে অসুবিধা দেখা দিতে পারে। এমনকী কাজ করাও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওইসব অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা জনিত বা অন্যান্য আপডেট পাওয়া যাবে না। অর্থাৎ, যেসব ফোনে অপারেটিং সিস্টেম ৪.১ বা তার পুরনো ভার্সনগুলি চলে সেইসব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে পারে!
নীচে কয়েকটি জনপ্রিয় স্মার্টফোনের তালিকা দেওয়া হল। এখনও অনেকেই আছেন, যাঁদের কাছে এই স্মার্টফোনগুলি রয়েছে।
এই তালিকার মধ্যে যদি আপনার ফোন থাকে তবে দুর্গাপুজোর দশমীর দিনই তাতে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হয়ে যাবে। উপায় কী? আপনাকে আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে, নয়তো নতুন ফোন কিনতে হবে।
আরও পড়ুন: কপিলের দু'হাত পিছনে বেঁধে নিয়ে যাচ্ছে দুষ্কতীরা, ভিডিও টুইট করলেন গম্ভীর