শেষ আপডেট: 29th September 2024 09:49
দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে বৃষ্টি বন্ধ হয়েছে। উঁকি দিচ্ছে শরতের মেঘ। বাতাসে পুজো পুজো গন্ধ। ২ দিন পরেই মহালয়া। তখনও কি আবহাওয়া রবিবারের মতো মনোরম থাকবে? নাকি আবার আকাশ ভাঙা বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের প্রভাব কেটে গেলেও কলকাতা থেকে জেলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিনের কখনও আকাশ আংশিক মেঘলা থাকবে কখনও বা চড়া রোদ। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর জানাচ্ছে, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি।
অর্থাৎ পুজোর মধ্যেও বৃষ্টির মুখোমুখি হতে হবে।
দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরবসাগর থেকে বিহার পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এর প্রভাবে বুধবার অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশের মধ্যে থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৯.৫ মিলিমিটার।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পন্ডিচেরি,কেরল ও মাহেতে। অক্টোবরের শুরু থেকে অরুণাচল প্রদেশ,অসম, মেঘালয়, ত্রিপুরা -সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।