শেষ আপডেট: 1st February 2025 08:49
দ্য ওয়াল ব্যুরো: প্রচলিত ধারণা অনুযায়ী, সরস্বতী পুজো পর্যন্ত শীতের রেশ দেখতে পাওয়া যায়। পাঞ্জাবি বা শাড়ির ওপরে সোয়েটার কিংবা জ্যাকেট পরে পুষ্পাঞ্জলি দিতে দেখা যায়! আবহাওয়ার মতিগতি বলছে এবারে সেরকম কোনও লক্ষ্মণ আপাতত নেই।
কনকনে ঠান্ডা তো দূরে থাক, এবারের সরস্বতী পুজোয় রীতিমতো গরম অনুভূত হবে। শুক্রবার স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ডিগ্রি ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারও তথৈবচ। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার সরস্বতী পুজোর দিনও তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে থাকবে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৩ থেকে ৮৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
এর প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে উত্তর থেকে দক্ষিণ-জেলায় জেলায় শনিবারও ঘন কুয়াশার দাপট দেখা যাবে। এছাড়া আগামী দু'দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দিনের বেশিরভাগ সময় ধরে।
আবহাওয়া দফতর বলছে, রবিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। সকাল থেকে কুয়াশার প্রভাব থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে। এদিকে কুয়াশার জেরে রাজ্যের একাধিক জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। তবে বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়ার আভাস মিলেছে। এর মধ্যে সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে বাংলা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। যে কারণে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে। অর্থাৎ সরস্বতী পুজোর মুখে বাংলার আকাশে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট, যা ঠান্ডার পরিবর্তে তাপমাত্রাকে আরও বাড়াবে।