বিমান বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 12th December 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ‘এক দেশ, এক ভোট’ বিলে (One Nation One Election Bill) অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা।
তবে সংসদের অধিবেশনে এই বিল আদৌ অনুমতি পাবে কিনা, তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বিমানবাবুর কথায়, "২ বছর আগে অল ইন্ডিয়া স্পিকার কনভেনশনে গিয়েছিলাম। লোকসভার, রাজ্যসভার ডেপুটি স্পিকার ছিলেন। সেদিন ওরা একটা রেজুলেশন এনেছিলেন , ঠিক এই 'ওয়ান ন্যাশন ওয়ান ভোটে'র আদলে। লোকসভার স্পিকারকে আমি তখনই ওই কথা বলি, উনি আমাকে বলেছিলেন, আপনি আমাকে মিস লিড করছেন। আমাদের এরকম কোনও পরিকল্পনা নেই। অথচ আমি দু'বছর আগে ঠিক এই আশঙ্কাটাই প্রকাশ করেছিলাম।"
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ অনুযায়ী সেপ্টেম্বরে এই প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করে। বুধবার কোবিন্দ বলেন, “এক দেশ, এক ভোট উদ্যোগ একেবারেই জাতীয় স্বার্থে, এটি কোনও নির্দিষ্ট দলের জন্য নয়। তিনি এও বলেন যে অর্থনীতিবিদদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে দেশের জিডিপি ১ থেকে ১.৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
কোবিন্দর এই দাবি খারিজ করে দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বলেন, "জানি না সংবিধান থেকে এই বিল কতটা অনুমোদন পাবে। যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন, তাঁরাই এই বিষয়টা নিয়ে বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি, আদালত আছে, বিষয়টা অনেকদূর গড়াবে।"
প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল, সপা, ডিএমকে-র মতো সব বিরোধী দল এর বিরোধিতা করছে। সুতরাং বৃহত্তর ঐক্যমত না গড়ে তুলে এই নীতির বাস্তবায়ন করাটা আদৌ সরকারের পক্ষে সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।