শেষ আপডেট: 10th March 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরে বিধানসভায় (Bidhansabha) বিজেপির ঘরে দেখা গেছিল বিধায়ক তাপসী মণ্ডলকে (Tapasi Mondal)। তবে বিকেলেই তিনি তৃণমূল ভবনে (TMC Bhavan) গিয়ে যোগ দেন ঘাসফুল শিবিরে। তাঁর এই দলবদলে রাজ্যে ফের ভাঙন হয়েছে বিজেপিতে। কিন্তু কেন দলবদল করলেন তাপসী, তা নিজেই জানিয়েছেন।
সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন তাপসী। শোনা যায়, শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর তাঁর ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। শুভেন্দু নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্যও ছিলেন বিধায়ক। কিন্তু ২০২৬ সালে বিধানসভা ভোটের প্রায় এক বছর আগে বিজেপি ছাড়লেন তাপসী মণ্ডল। কারণ হিসেবে দর্শালেন, বিজেপির বিভাজনের রাজনীতিকে।
তৃণমূল ভবনে মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে বসে শাসক শিবিরে যোগ দেওয়ার কারণ বলতে গিয়ে তাপসী বলেন, ''প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, তা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের উন্নয়নের জন্য কাজ করাই আমাদের কাজ, ধর্ম। তাই বিভাজনের রাজনীতি আমার জন্য মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করার পরও তার কোনও পরিবর্তন হয়নি। তাই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে তৃণমূলে যুক্ত হলাম।'' তাপসী এও জানান, হলদিয়াবাসীর উন্নয়নের জন্য বিশেষভাবে কাজ করতে চান তিনি।
এদিকে তাপসী মণ্ডল যে দলবদল করবেন তা নাকি আগে থেকেই তিনি জানতেন, এমন দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমে শুভেন্দু বলেন, "বিষয়টি আমার কাছে অনেক পুরনো। এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, পশ্চিমবঙ্গ নির্বাচনের বছরে তাই কোনও বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, সেই বার্তা পাওয়ার পরের দিনই তাপসী তাঁর দেওয়ালে থাকা পদ্মফুল মুছে দিয়েছিলেন।" তাই তাপসীর বেরিয়ে যাওয়া বিজেপির জন্য ধাক্কা এমনটা মনে করেন না শুভেন্দু।
বিজেপি বিধায়কের ব্যাখ্যা, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের তাঁরা হারিয়েছিলাম লোকসভায়। একই ভাবে তাপসী মণ্ডলকে যদি প্রার্থী করা হয়, তাহলে তাঁকেও হারাতে সক্ষম হবেন তাঁরা।