শেষ আপডেট: 22nd October 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: জলপথের সীমানা ভুলে বাংলাদেশে ঢুকে পড়ার অপরাধে তিন দফায় পশ্চিমবঙ্গের ৮৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে বাংলাদেশের নৌ সেনা বাহিনী। ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ জুড়ে এখনও অস্থিরতা বিদ্যমান। ফলে পুরো ঘটনাকে ঘিরে উদ্বেগের মধ্যে রয়েছেন সংশ্লিষ্ট মৎস্যজীবীদের পরিবারগুলিও।
তবে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া মৎস্যজীবীদের সঙ্গে পরিচয় পত্র রয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আশাকরি ওই দেশের সহযোগিতা পাব। কয়েকদিন আগে বাংলাদেশের ট্রলার আমাদের এখানে ঢুকে পড়েছিল। তাদের আমরা ছেড়ে দিয়েছি। তাদের কাছে নথিপত্র ছিল। আমাদের যাঁরা গিয়েছেন তাদেরও আধার কার্ড রয়েছে।"
একই সঙ্গে মমতা এও বলেন, "বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। সাংস্কৃতিক আদানপ্রদান রয়েছে। একই ভাষায় কথা বলি।
দু'দেশের সম্পর্ক আমি আশা করি আবার ভাল হয়ে যাবে। সীমান্তবর্তী দেশগুলো যদি একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলে তাহলে সবারই ভাল।"
পর্যবেক্ষকদের অনেকের মতে, নরমে গরমে মুখ্যমন্ত্রী ইউনুসের সরকারকে বোঝাতে চেয়েছেন, সদ্ভাব বজায় না রাখলে সমস্যা বাড়বে দু'দেশের সম্পর্কে।
আগামী ফেব্রুয়ারি মাসে বাংলায় শিল্প সম্মেলনে যোগ দিতে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী। কথার পিঠে একথা জানিয়ে মমতা এই বার্তাও স্পষ্ট করতে চেয়েছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু বিভিন্ন দেশের সম্পর্ক বেশ মধুর।
জানা যাচ্ছে, পদ্মায় এখন ইলিশ ধরা নিষিদ্ধ। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড নিয়মিত প্যাট্রোলিং করছে। জাহাজের রাডারে সন্দেহজনক ফিশিং ট্রলারের উপস্থিতি পেয়ে সম্প্রতি বাংলাদেশের নৌ সেনা কর্তারা তিন দফায় পশ্চিমবঙ্গের চারটি ট্রলার আটক করে। গ্রেফতার করা হয় ৮৪ জন মৎস্যজীবীকে।