শেষ আপডেট: 24th April 2024 19:38
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির মামলার সূত্রেই নাম জড়িয়েছে লিপস অ্য়ান্ড বাউন্ডস সংস্থার। বুধবার এ ব্যাপারে ইডির রিপোর্ট দেখে ফের সংশ্লিষ্ট সংস্থার আয়ের উৎস জানতে চাইল আদালত।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এই মামলার শুনানি। সোমবার আদালতে পাঁচ পাতার রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, সেখানে ওই কোম্পানির ১৩৪ কোটি টাকা বাজেয়াপ্তর কথা জানায় ইডি।
এরপরই বিচারপতিকে বলতে শোনা যায়,"যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তাতে বাজেয়াপ্ত অর্থের পরিমাণ খুব কম নয় কি?"
এখানেই না থেমে লিপস অ্য়ান্ড বাউন্ডস সংস্থার বিস্তারিত খতিয়ান চেয়ে বিচারপতি বলেন, "ওই কোম্পানির আয়ের উৎস কি? কোম্পানির মোট সম্পত্তির হিসেব কোথায় ? চাকরি বিক্রির টাকা কোথায় গেল? সেই টাকা আপনারা কি খুঁজে পেয়েছেন? পেয়ে থাকলে সেই তথ্য কোথায়?"
ইডির উদ্দেশে বিচারপতিকে বলতে শোনা যায়, "কোনও কম্প্রোমাইজের জায়গা নেই। আপনার কি সোর্সটা খুঁজে পেয়েছেন?"
তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশে বিচারপতি বলেন, "একবার বলছেন, কাকুর কণ্ঠস্বর পরীক্ষার জন্য দেরি হচ্ছে তদন্তে। এখন বলছেন মানিক ভট্টাচার্যের প্রোটেকশন আছে, তাই তদন্তে দেরি হচ্ছে! তদন্ত কবে শেষ হবে?"
ইডি আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, "এটা বড় দুর্নীতি, তাই প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে। এটা সময়সাপেক্ষ তদন্ত।" বিচারপতি এই সময় মনে করিয়ে দেন, "এটাই আপনাদের কাজ। আমি কাজ দেখতে চাই।"
এরপরই ১২ জুন কেন্দ্রীয় এজেন্সিকে ফের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।