শেষ আপডেট: 20th March 2025 08:24
দ্য ওয়াল ব্যুরো: ভোট এলেই এজেন্সিকে লেলিয়ে দেওয়া হয়। মোদী-শাহের বিরুদ্ধে অহরহ এই অভিযোগ করে থাকেন বিরোধীরা। যে কারণে সিবিআই (CBI Cases) বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে থাকা মামলাগুলির বেশিরভাগেরই নিষ্পত্তিও হয় না বলে অভিযোগ তৃণমূল-সহ বিরোধীদের।
বুধবার এ প্রসঙ্গেই সংসদে তৃণমূল সাংসদ সাকেত গোখলের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষুব্ধ গোখলে বিজেপির 'জমিদারী' নিয়েও প্রশ্নে তোলেন।
এরপরই জবাব দিতে গিয়ে শাহ দাবি করেন, রাজ্যের অসহযোগিতার কারণেই বাংলায় সিবিআই বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকাংশ মামলার সুরাহা হয় না। কারণ, বাংলায় একটাও বিশেষ সিবিআই আদালত নেই।
গোখলকে আক্রমণ করে শাহ এও বলেন, "কারা আদালত মানে না, কারা জমিদারি চালাচ্ছে, কারা সন্ত্রাস করে তা সারা দেশের মানুষ দেখছে।’’
এদিন গোখলে অভিযোগ করেন, রাজ্যগুলি যেন কেন্দ্রের ব্যক্তিগত সম্পত্তি। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধিদের মিথ্যে মামলায় হয়রানি করা হচ্ছে। যে কারণে রাজ্যে সিবিআই এবং অন্যান্য এজেন্সির জমে থাকা মামলার পরিমাণ প্রায় ৬ হাজার ৯০০টি।
আরজি কর, সন্দেশখালি-সহ রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাহ মনে করিয়ে দিয়েছেন, তৃণমূলের আনা অভিযোগ ঠিক নয়। আদালতের নির্দেশেই অধিকাংশ মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি।
ক্ষুব্ধ শাহ এ সময় গোখলেকে বলে বসেন, "আপনি সিবিআই কিংবা অন্য যেসব এজেন্সির কথা সাংসদ বলতে চাইছেন, তার কোনওটিই স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন নয়!' এরপরই তুমুল হইহট্টোগোল শুরু হয় রাজ্যসভায়।