শেষ আপডেট: 18th May 2024 15:43
দ্য় ওয়াল ব্যুরো: বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে বিজেপি নতুন করে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার আরামবাগের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, "বিজেপির সন্দেশখালির কলঙ্ক মানুষ আজীবন মনে রাখবে। ওরা চক্রান্ত করে। আমি জানতে পেরেছি, বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে ওরা আবার নতুন ষড়যন্ত্র করছে।"
মুখ্যমন্ত্রী জানান, মন্দির থেকে প্রতিমা সরিয়ে রাজ্যে দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি। এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মুখ্যমন্ত্রীর কথায়, "সন্দেশখালি ব্য়র্থ হওয়ার পর বিজেপির এটাই প্ল্যান। মন্দিরে মন্দিরে মুর্তি সরিয়ে হিন্দু মুসলমানে দাঙ্গা বাঁধাতে চাইবে। প্রশাসনকে বলব টেক কেয়ার। যেখানে যেখানে এরকম হবে, সেই এলাকাকে দায়িত্ব নিতে হবে, যেন অশান্তি না বাঁধে। একটা মন্দিরে যদি কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন। আমরা ওদের মতো দেবতাকে অসম্মান করি না। বাংলার শান্তি আমাদের সকলকে বজায় রাখতে হবে।"
আরামবাগে তৃণমূল এবারে প্রার্থী করেছে মিতালী বাগকে। মিতালীকে কাছে নিয়ে তৃণমূল নেত্রী বলেন, "মিতালী খুবই সাধারণ মেয়ে। ওকে আমি কিন্তু এমনি এমনি টিকিট দিইনি, ওকে টিকিট দিয়েছি জয়ী হবার জন্য। আমি চাই, আপনারা সকল সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে ওকে জয়ী করবেন।"
বার্তা দিয়েছেন, "নিজেদের মধ্যে যেন ভুলভ্রান্তি না হয়। সেদিকে লক্ষ্য রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলা দেশ স্বাধীন করেছিল। এ বারও বাংলা দেশকে পথ দেখাবে। মোদীকে সরাতে হবে। মনে রাখবেন, এই নির্বাচনে যদি ওরা যেতে আর সংবিধান থাকবে না। ভোট হবে না। আপনাদের অধিকার থাকবে না। তাই বুঝেশুনে নিজের ভোট দেবেন।’’