শেষ আপডেট: 26th August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: রফতানির ক্ষেত্রে ভারতের কোন রাজ্য কোন জায়গায় রয়েছে তার তালিকা প্রকাশ করল নীতি আয়োগ। আর সেই তালিকার এক নম্বরে বিজেপি শাসিত রাজ্য গুজরাত। বাংলার অবস্থান প্রায় নিচের দিকে। তালিকার ২২ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। প্রথম সারিতে থাকা রাজ্যগুলি কত দেশে কী কী পণ্য রফতানি করে তাও উল্লেখ করেছে নীতি আয়োগ।