শেষ আপডেট: 3rd August 2022 07:55
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে এক ব্যক্তি এক পদ সূত্র কায়েম করার চেষ্টা প্রথম যখন শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন সবচেয়ে আপত্তি করেছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অভিষেককে তখন সাময়িকভাবে থামতে হয়েছিল। কিন্তু এখন যখন সেই সূত্র জেলা স্তরে ইতিমধ্যে বাস্তবায়িত করে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তখন ফের কৌতূহলের আলো গিয়ে পড়েছে ববির উপরে। বর্তমানে ফিরহাদ হাকিম তিন দফতরের মন্ত্রী। সেগুলো হল— পরিবহণ, পুর ও নগরোন্নয়ন এবং আবাসন। তা ছাড়া কলকাতার মহানাগরিক তিনি। প্রশ্ন উঠেছে, ববির কি দফতর কমবে (Cabinet Reshuffle)?
এহেন পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। বুধবার বিকেল ৪টেয় মন্ত্রিসভায় নতুন ৮ জনের শপথ গ্রহণ হবে। তার পর দফতর রদবদলের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। তার ঠিক আগে এদিন দুপুরে টাটা সংস্থার সঙ্গে পরিবহণ দফতরের বাস সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী বলেন, হাম রহে ইয়া না রহে কাম চলতা রহেগা! অর্থাৎ আমি থাকি বা না থাকি কাজ চলতে থাকবে।
তৃণমূলের অন্দরে আলোচনা হল, রদবদলে পরিবহণ দফতর হাতছাড়া হতে পারে ফিরহাদ হাকিমের। তাঁর কাছে থেকে যেতে পারে পুর ও নগরোন্নয়ন এবং আবাসন দফতর। দলের একাধিক নেতার মতে, ববিও সেটা হয়তো আন্দাজ করতে পারছেন। তা ছাড়া পরিবহণ দফতর নিয়ে তাঁর আগ্রহও ছিল না বলে কানাঘুষো রয়েছে। সেই সব কারণেই সম্ভবত ববি হাকিম এই ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুন: রদবদলে কার কার দফতর বদল হচ্ছে? বিকেলে নতুনদের শপথ রাজভবনে