শেষ আপডেট: 22nd March 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার একজন পদহীন, নির্বাচিত জনপ্রতিনিধি নন এমন একজনের মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যরাজনীতি। কারণ নামটা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একদা বিজেপির (BJP) রাজ্য সভাপতি, মেদিনীপুরের সাংসদ গতকাল খড়্গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের উদ্দেশে তেড়ে গিয়েছেন, গলা টিপে ধরব বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। যা নিয়ে ঢি ঢি পড়ে গিয়েছে। মহিলাদের প্রতি অপ্রীতিকর মন্তব্যে বিজেপি দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমন আলোচনাও চলছে।
শনিবার সকালেও বিন্দুমাত্র ভয় ডর না রেখে দিলীপ গতকালের ঘটনা প্রসঙ্গে আবারও বলেন, "দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না। আমি আর আমার অনুগামীরাই যথেষ্ট! প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ নয়।" নিজের অবস্থানে অনড় থাকা, শাস্তি পাওয়ার 'ভয়ে' সিঁটিয়ে না যাওয়া এহেন 'সাহসী' দিলীপের পাশেই দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দু এবং দিলীপ বিজেপিতে 'যুযুধান', এমনটাই কানাঘুষো চলে। কিন্তু কখনওই প্রকাশ্যে কেউ কাউকে আক্রমণ করেননি। বরং মুখোমুখি হলে সৌজন্য দেখিয়েছেন। শনিবারের বারবেলাতেও সেই টের পাওয়া গেল। এ কথা বলার কারণ, দ্য ওয়াল যখন দিলীপের 'সাহসী' মন্তব্যের ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়, তখন শুভেন্দু বলেন, "দিলীপ ঘোষকে যে ভাবে উত্যক্ত করা হয়েছে, অশ্রাব্য ভাষায় কথা বলা হয়েছে সেটা ঠিক নয়। উনি তো প্রাক্তন সাংসদ। এমপি ল্যাডের টাকায় রাস্তার কাজ দেখতে যেতে পারবে না? গোটা দল দিলীপ ঘোষের পাশে আছে।"
শুভেন্দুর প্রশ্ন, "আজ দিলীপ ঘোষের বাড়িতে লোক পাঠিয়েছে। এটা কী রকম অসভ্যতা? তৃণমূলের কালচার কি লোকের বাড়িতে বাড়িতে লোক পাঠানো?"
বস্তুত, ক'দিন আগেই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের দেখা হয়েছিল। কথাও হয় দুই নেতার। শুধু তা-ই নয়, একসঙ্গে লাঞ্চও করেন। বিজেপি বিধায়কেরা দুই নেতাকে এক হয়ে লড়াই করার অনুরোধ জানিয়েছেন।
সকলকে পাল্টা আশ্বাসও দেন শুভেন্দু-দিলীপ। পাশাপাশি, দলীয় বিধায়কদের জনসংযোগের টিপসও দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার সেই সৌহার্দ্য আরও প্রকট হল দু'জনের।