অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 24th January 2025 20:29
দ্য ওয়াল ব্যুরো: নিজের লোকসভা কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সেবাশ্রয়ের আয়োজন করে, রাজ্যে তো বটেই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ঝাঁকুনি ধরিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ অভিষেকের এই উদ্যোগ থেকে স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন। এর আগে করোনার সময় রাজনৈতিক রঙ বিচার না করে সর্বস্তরের মানুষের চিকিৎসার ব্যবস্থা করে নজির গড়েছিল তাঁর 'ডায়মন্ড হারবার মডেল'। এবারও সেবাশ্রয় নিয়ে দিকে দিকে চর্চা শুরু হয়েছে। এ প্রসঙ্গে অভিষেকের প্রশংসা করেও একটা 'কিন্তু' যোগ করে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে তো বটেই, শাসকদলের অভ্যন্তরেও নতুন করে চর্চা শুরু হয়েছে।
ঠিক কী বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়? এদিন নিজের বিধানসভা কেন্দ্র বারুইপুরে একটি বেসরকারি ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন করতে গিয়েছিলেন বিমধানসভার স্পিকার। সেখানে অভিষেকের ‘সেবাশ্রয়’ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানবাবু বলেন, "এটা অভিষেক ব্যক্তিগত উদ্যোগে করেছে। এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। তবে এটা ভাল প্রচেষ্টা, অভিষেককে আমি ধন্যবাদ জানাই।"
এরপরই এই ধরনের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করে বিমানবাবু বলেন, "কিন্তু সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের চিকিৎসায় পরিবর্তন আসতে পারবে বলে আমি মনে করি না। সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। কোনও ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে আমার পক্ষে বলা খুব মুশকিল।"
বিমানবাবুর এহেন মন্তব্য নিয়ে দলের অন্দরেই বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। কারও কারও মতে, অভিষেক ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যেতে পারেন কিনা তা নিয়েই মূলত সংশয় প্রকাশ করেছেন তিনি। ওই মহলের মতে স্পিকার বলতে চেয়েছেন, সরকার যা করতে পারে তা ব্যক্তিগত উদ্যোগে করা দুষ্কর।
তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, অভিষেকের এই উদ্যোগ এই প্রথম নয়। করোনার সময় তাঁর 'ডায়মন্ড হারবার মডেল' সব মহলের প্রশংসা কুড়িয়েছিল। এবারে আরও বড় আকারে তিনি যেভাবে নিজের এলাকায় সেবাশ্রয়ের আয়োজন করেছেন, যা ইতিমধ্যে বাংলা তো বটেই দেশজুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।