মমতা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত মহারাজ।
শেষ আপডেট: 18 June 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে এবারেও পদ্ম শিবিরের রমরমা থাকলেও কোচবিহারে উলটপুরাণ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের মাস্টারমশাই জগদীশ বর্মা বসুনিয়া।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার কোচবিহারে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ছোট বৈঠক' ঘিরে কৌতূহল তৈরি হয়েছে সব মহলেই। কী কারণে বৈঠক। কী কথা হল?
কৌতূহল জিইয়ে রেখে বিজেপির রাজ্যসভার সাংসদ বললেন, "উত্তরবঙ্গের মানুষ পৃথক রাজ্যের দাবি জানিয়েছিলাম। অমিত শাহ বলেছিলেন, পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে। তাতে নাকি অনেক বেশি ফান্ড পাওয়া যাবে, অনেক বেশি উন্নয়ন হবে। তা কিন্তু এখনও হল না। আসলে ভোট নিয়ে এখানকার মানুষের পেটে লাথি দেওয়া হল।"
একই সঙ্গে তাঁর দাবি, "তৃণমূল কংগ্রেস দল হিসেবে পৃথক রাজ্যের বিরুদ্ধে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে নয়।"
অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি অনন্ত মহাজার। বরং, বিজেপির বিরুদ্ধে বঞ্চনার ইস্যুতে সুর চড়িয়েছেন। স্বাভাবিকভাবে তাঁর দল বদল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন অনন্ত মহারাজ। বিষয়টি নিয়ে নিশ্চুপ রয়েছেন দু'দলের নেতারাও।
সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়ে বিকেলেই উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় জখম যাত্রীদের সঙ্গে দেখা করেন। দুর্ঘটনাস্থল ঘুরে সড়কপথে রাতে তিনি পৌঁছে যান কোচবিহারে।
মঙ্গলবার বেলা ১২টার খানিক আগে কোচবিহারের মদনমোদন মন্দিরে যান মমতা। মন্দিরের পুজো সেরে এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বাঁক নেয় বিজেপির রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়ির দিকে! মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে অনন্তকেও দীর্ঘক্ষণ প্রাসাদের বাইরে রোদ্দুরে অপেক্ষা করতে দেখা গিয়েছে। রাজবংশী উত্তরীয় পরিয়ে নেত্রীকে স্বাগতও জানান তিনি।
সবমিলিয়ে মহারাজের শিবির বদলের সম্ভাবনা ক্রমেই জোরাল হচ্ছে বলেই মত সব মহলের।