শেষ আপডেট: 25th November 2024 20:13
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২৫ মাস জেলবন্দি থাকার পর দুর্গা পুজোর মুখে জামিনে মুক্তি পেয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার তাঁকে দেখা গেল, তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে।
সূত্রের খবর, বৈঠকে অনুব্রতর সঙ্গে একান্তে কয়েক মিনিট কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, দু'বছরের বেশি সময় পর অনুব্রতর সঙ্গে দেখা হল মমতার। স্বভাবতই, দিদির সঙ্গে কেষ্টর কী কথা হল, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
দলীয় সূত্রে খবর, এদিন অনুব্রতর স্বাস্থ্যর খোঁজ খবর নেন দলনেত্রী। কী কী ওষুধ খেতে হচ্ছে, তাও জানতে চান। শরীরের প্রতি নজর রাখার কথাও বলেন।
২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরের বছর ওই মামলাতেই তাঁর কন্যাকে গ্রেফতার করে ইডি। তার পর তিহাড় জেলে ঠাঁই হয়েছিল বাবা এবং কন্যার। পুজোর মুখে দু'জনেরই জেলমুক্তি ঘটেছে।
বস্তুত, অনুব্রত মণ্ডল যখন তিহাড় জেল থেকে বেরোচ্ছিলেন তখন দলের অন্দরেই গুঞ্জন শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই হয়তো নিজের বীর-ভূমে প্রত্যাবর্তন হবে অনুব্রত মণ্ডলের।
সেই বার বোলপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক পূব নির্ধারিত ছিল। ওই দিন সকালে মেয়ে এবং দলের কিছু কর্মীর সঙ্গে বোলপুরে পৌঁছন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। পরে বোলপুরে প্রশাসনিক বৈঠক হাজির হলেও অনুব্রতর সঙ্গে দেখা না করেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফলে দীর্ঘ সময় পর স্নেহভাজন কেষ্টর সঙ্গে এদিন দলের বৈঠকে দেখা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের।