শেষ আপডেট: 7th October 2024 19:13
দ্য ওয়াল ব্যুরো: ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন ছয় জন শ্রমিক। তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানাল নবান্ন।
সাংবাদিক সম্মেলন করে এদিন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানান, 'বীরভূমে একটা দুঃখের ঘটনা ঘটেছে। কয়লাখনিতে দুর্ঘটনা ঘটেছে। ছয় জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তার মধ্যে একজনের অস্ত্রোপচার হওয়া জরুরী।'
শ্রমিক আইন মোতাবেক ১০ লক্ষ টাকা করে দেবে রাজ্য। ২০ লক্ষ টাকা করে দেওয়া হবে এজেন্সির তরফে। পাশাপাশি রাজ্য সরকার আরও দু'লক্ষ টাকা আর্থিক সহায়তা করবে বলে জানিয়েছে।
তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাঁরা মারা গেছেন তাঁদের পরিবার পিছু ক্ষতিপূরণ হিসেবে ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। আরও দু'লক্ষ টাকা দেওয়া হবে আর্থিক সহযোগিতার জন্য।' শুধু তাই নয়, পরিবারের একজনের জন্য হোমগার্ডের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সকালে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে বিস্ফোরণ হয়। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে সেই সময় কয়লা ভাঙছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান সাত শ্রমিক। বাকি আরও অনেকেই যাঁরা আশেপাশে ছিলেন, তাঁরা আহত হয়েছেন গুরুতর ভাবে। সঙ্গে সঙ্গেই ওই শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু দেহ ছিন্ন-ভিন্ন হয়ে পড়ে।
স্থানীয়রা বলছেন, একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। আর সব দিন দু’টি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু সোমবার সেই পরিমাণ বিস্ফোরক একটি ট্রাকে করেই আনা হয়েছিল। আর তাতেই ওভারলোডিংয়ের কারণে বিস্ফোরণ হয়েছে বলে মনে করছেন তাঁরা।