প্রতীকী ছবি
শেষ আপডেট: 1st December 2023 00:02
দ্য ওয়াল ব্যুরো: গ্রামের রাস্তা দিয়ে তখন হুহু করে ছুটছে টোটো। ভিতরে একের পর এক বস্তায় ভর্তি চাল। গ্রামবাসীদের সন্দেহ ছিল আগে থেকেই। তাই টোটো চালককে চেপে ধরেছিল সকলে মিলে। তাতে জানা গেল, শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার নির্দেশে স্কুল থেকে চুরি করা হয়েছিল মিড ডে মিলের চাল। সেটাই বস্তাবন্দি হয়ে পৌঁছে যাচ্ছিল শিক্ষিকার বাড়িতে!
শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বনপুরার চুয়াডাঙা শিশু শিক্ষা কেন্দ্রে। জানা গেছে, গত বেশ কিছুদিন ধরেই ওই শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিশুদের জন্য আসা মিড ডে মিলের খাদ্য সামগ্রী চুরি করার অভিযোগ শোনা যাচ্ছিল। তবে তাঁকে হাতেনাতে ধরা যাচ্ছিল না কিছুতেই। কিন্তু এদিন একেবারে বামাল সমেত ধরা পড়েছেন ওই মহিলা।
সূত্রের খবর, বৃহস্পতিবার টোটো ভর্তি চালের বস্তা যেতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। গাড়ি থামিয়ে টোটো চালককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তাঁরা। চাপের মুখে ভেঙে পড়ে চালক জানায়, প্রধান শিক্ষিকার নির্দেশেই পঞ্চায়েত অফিস থেকে স্কুলের জন্য বরাদ্দ চাল তাঁর বাড়িতে পৌঁছে দিচ্ছিল সে। এমনকী, এই প্রথমবার নয়, সে দীর্ঘদিন ধরেই এমন কাজ করে আসছে বলে জানিয়ে দেয়। এরপরেই তুলকালাম শুরু হয়। ওই শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।
তাঁদের দাবি, অভিযুক্ত প্রধান শিক্ষিকা অন্য এক শিক্ষিকার হয়ে এই দায়িত্ব সামলে আসছিলেন। পঞ্চায়েত অফিস থেকে তিনিই চাল সংগ্রহ করে নিয়ে যেতেন। কিন্তু সেই চালের সিংহভাগটাই যে স্কুলে না গিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতেন তিনি, তা নিয়ে এতদিন কানাঘুষো থাকলেও প্রমাণ মিলছিল না। তবে এবারে একেবারে হাতেনাতে ধরা পড়েছেন ওই শিক্ষিকা।
জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। টোটো থেকে মোট সাড়ে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে যার পুরোটাই বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া টোটোটিকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা ওই শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মিড ডে মিলের চাল নিয়ে তিনি বিক্রি করতেন, নাকি নিজে ব্যবহার করতেন, তার সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।