আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে শুরু করে আগামী কয়েক দিন রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া
শেষ আপডেট: 22 May 2025 20:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে শুরু করে আগামী কয়েক দিন রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সন্ধ্যা নামতেই কালো মেঘের আনাগোনা ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার, অর্থাৎ ২৭ মে, বঙ্গোপসাগরের মধ্য ও সংলগ্ন উত্তর অংশে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। এই নিম্নচাপের জেরে ২৮ মে বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।
তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আপাতত ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া কেন্দ্রের আধিকারিকরা। তাঁরা আরও জানিয়েছেন, আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, আরব সাগরেও একটি নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এটি উত্তর দিকে সরে হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই সিস্টেমের প্রভাব মূলত পশ্চিম ভারতে পড়বে বলেই মনে করা হচ্ছে। তাই আগামী সপ্তাহ জুড়ে রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে হবে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জন্য। কৃষকদের জন্য এই বৃষ্টি যেমন স্বস্তির হতে পারে, তেমনই ঝড়ের দাপটে কোথাও ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।