রাজ্যে বর্ষার দাপট আরও বাড়ছে। ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে ফের একবার বৃষ্টির দাপট বাড়ছে দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে।
আবহাওয়া
শেষ আপডেট: 3 July 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বর্ষার দাপট আরও বাড়ছে। ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে ফের একবার বৃষ্টির দাপট বাড়ছে দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
৮ জুলাই, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দিনাজপুর অঞ্চলেও। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দু-এক জেলায় ভারী বৃষ্টি চলতে পারে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ একাধিকবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবারের পর বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে কিছুটা আগেই। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
উল্লেখযোগ্যভাবে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।