শেষ আপডেট: 29th April 2024 11:34
দ্য ওয়াল ব্যুরো: হাঁসফাঁস গরমের ব্যাটিং চলছে তো চলছেই। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও গরমের দাপট রয়েছে। বৃষ্টির অপেক্ষায় গোটা বঙ্গবাসী। খানিকটা আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। আপাতত তাপমাত্রা আর খুব বেশি বাড়বে না। একইসঙ্গে আগামী সপ্তাহান্তে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চলতি সপ্তাহেও দাবদাহ থেকে নিস্তার নেই।
সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আর আর গরম বাড়ার তেমন সম্ভাবনা নেই।
আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জলীয় বাষ্প সক্রিয় থাকার জেরে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী কয়েক দিন শুধু হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পারে।
উত্তর-পশ্চিমী শুষ্ক ও উষ্ণ বাতাস এবং চড়া রোদের দাপটে রবিবারও দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। এদিনও উষ্ণতম স্থান ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা (৪৪.৩ ডিগ্রি)। দ্বিতীয় স্থানে ছিল আসানসোল (৪৪.৬)। এই পরিস্থিতিতে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে তা হল দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম।
সোমবার শহর কলকাতাতেও গরমের অস্বস্তি থাকবে। সঙ্গে জারি থাকবে চড়া রোদের দাপট। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে আগামী মঙ্গলবার পর্যন্ত তীব্র থেকে সাধারণ তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। তাপমাত্রা বাড়বে দার্জিলিং, কালিপঙেও। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পাহাড় সংলগ্ন তিনটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিপঙে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।