শেষ আপডেট: 24th January 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে! তবুও জাঁকিয়ে শীতের দেখা মিলবে না, স্পষ্ট করে দিল আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে। যদিও তাতেও কনকনে শীতের অনুভূতি পাওয়া যাবে না। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝাই তার কারণ হয়ে উঠেছে।
দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের চার জেলা মিলিয়ে মোট আট জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আর উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।
এর মধ্যে আবার আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বিক্ষিপ্ত দু-এক জায়গায়। মঙ্গলবার আবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলায়। এছাড়া পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তবে তাপমাত্রা ওঠা-নামা করলেও মাঘের শীত সেইভাবে আর গায়ে মাখা হবে না।
ওদিকে অতি ঘন কুয়াশায় ঢেকে থাকবে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল। পাশাপাশি, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার কিছু এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশে শীতল দিনের পরিস্থিতি বিরাজ করবে, পাশাপাশি অরুণাচল প্রদেশ ও আসামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।