শেষ আপডেট: 30th January 2025 08:11
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকদিনের অতিথি শীত। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সামান্য শীতের আমেজ ফিরলেও তার কদিন পর থেকেই বাংলা থেকে ঠান্ডা বিদায় নেবে বলেই ইঙ্গিত দিয়ে দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে তবে বাংলায় নয়, অন্যান্য একাধিক রাজ্য ভিজবে আগামী কয়েক সপ্তাহে।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার পর বাড়তে চলেছে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। এর পাশাপাশি একাধিক জেলায় দেখা যাবে ঘন কুয়াশার দাপট। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও স্বাভাবিকের ওপরে উঠবে তাপমাত্রার পারদ। আগামী সোমবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি। তারপর দু-তিন দিন সামান্য নামবে তাপমাত্রা। কিন্তু তা বেশিদিন স্থায়ী হবে না। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে।
কলকাতায় বৃহস্পতিবার তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে রয়েছে। স্বাভাবিকের তুলনায় যা ৬ ডিগ্রি বেশি! সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি থাকার কথা, বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৩ শতাংশ।
সরস্বতী পুজোয় কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে আভাস মিলেছে। স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি ওপরে থাকতে পারে পারদ। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা আর নেই।