শেষ আপডেট: 12th March 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত কয়েক বছর ধরেই জাতীয় স্তরে সেরার শিরোপা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্য। এবার ভারী শিল্পে (big industries sector) দেশের শীর্ষস্থানে বাংলা।
ভারত সরকারের, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ (DPIIT) কর্তৃক প্রকাশিত সর্বশেষ রিপোর্টেই একথা জানানো হয়েছে। বুধবার টুইটে এখবর জানিয়ে মুখ্যমন্ত্রী সদ্য সমাপ্ত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রসঙ্গও মনে করিয়েছেন।
এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, গত কয়েকবছর ধরে ক্ষুদ্র শিল্পে আমরা দেশের শীর্ষস্থানে রয়েছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এখনও বৃহৎ শিল্পেও আমরা বড় সাফল্য অর্জন করেছি।
Glad to share that we are now in the top grade of the country in big industries sector also. We have been at country's top level in the MSME sector for some years; now we are a big achiever in big industries too.
— Mamata Banerjee (@MamataOfficial) March 12, 2025
According to the latest report published by the Government of…
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের সমীক্ষা (DPIIT) অনুযায়ী ২০২৪-২৫ বর্ষে ভারী শিল্পের বিনিয়োগে অন্যান্য রাজ্যকে ছাড়িয়ে গেছে বাংলা। দেশের শীর্ষ তিনটি রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ।
এরপরই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত, রাজ্যের শিল্পায়নে জোয়ার আনতে ২০১৬ সালে প্রথমবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শামিল হয়েছিলেন তিনি। তারপর থেকে ধাপে ধাপে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ২০ গুণ।