শেষ আপডেট: 3rd January 2025 20:44
দ্য ওয়াল ব্যুরো: সাইবার প্রতারণার ঘটনা দিনদিন বেড়েই চলছে। সম্প্রতি আবার 'ডিজিটাল অ্যারেস্ট' নিয়ে আতঙ্ক রয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষের চিন্তা আরও বাড়ল। কারণ ইতিমধ্যে নতুন ধরনেই প্রতারণার ছক সাজিয়ে ফেলেছেন অপরাধীরা। এবার হাতিয়ার করা হচ্ছে পার্সেল!
আচমকা একটি ফোন এল আপনার কাছে। বলা হল, আপনি বিদেশে যে পার্সেল পাঠাচ্ছেন তাতে নিষিদ্ধ বস্তু আছে। কিন্তু আপনি তো কোনও পার্সেল পাঠাননি, তাহলে? প্রতারকরা বলবে, পার্সেল পাঠাতে আপনার আধার, ভোটার বা অন্য কোনও পরিচয় পত্র ব্যবহার করা হয়েছে। ব্যস, আপনি যদি ভয় পেয়ে যান, তাহলেই প্রতারকরা কেল্লাফতে।
আপনার পার্সেলে নিষিদ্ধ বস্তু রয়েছে বলে আটক করেছে 'পুলিশ'! এমন কথা বলেই ভয় দেখানো হচ্ছে আমজনতাকে। এভাবেই নতুন প্রতারণার জাল বিস্তার করা হচ্ছে। ফোনে প্রতারকরা দাবি করছে, আপনার অর্ডার করা বা পাঠানো পার্সেলে নিষিদ্ধ বস্তু রয়েছে এবং তা ভিন রাজ্যের পুলিশ আটক করেছে। নানা কথা বলে বিশ্বাস করাচ্ছে, ওই পার্সেল-ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে গেলে টাকা দিতে হবে। এভাবেই ফাঁদে পড়ে পথে বসছেন বহু সাধারণ মানুষ। সেই নিয়ে সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ।
পার্সেল-প্রতারণা থেকে সাবধান!#parcelfraud #cybersecurity #cyberawareness pic.twitter.com/uNSw75sV2a
— West Bengal Police (@WBPolice) January 3, 2025
জলপাইগুড়ি জেলা পুলিশ সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে, যে কাজ আপনি করেননি, সেই কাজের জন্য যেন কেউ ভয় না পান। কেউ যদি ফোন করে আপনার ব্যাঙ্কের তথ্য, কোথায় কত টাকা আছে তা জানতে চায়, তাহলে যেন কেউ না জানান। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্ক বা পুলিশ সত্যি এই তথ্য জানতে চাইলে আপনাকে দফতরে ডাকবে। এইভাবে ফোনে কোনও তথ্য তাঁরা জানতে চাইবে না। সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।