শেষ আপডেট: 12th November 2024 12:12
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে জেটিয়া এলাকার আবাসনে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। জানা যাচ্ছে, চোর সন্দেহেই তাঁকে মারধর করা হয়। ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে জেটিয়া থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই আবাসনে বিভিন্ন জিনিস চুরি যাচ্ছিল। অভিযোগ, গতকাল বাড়ি থেকে ডেকে এনে গণপিটুনি দেওয়া হয় সুরজ চৌধুরী নামে বছর ২৮-এর যুবককে। সংজ্ঞাহীন অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ফরাক্কায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কার মহাদেবনগরের গোপালনগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম করিম শেখ (২৮)। কয়েকদিন ধরে ফরাক্কার মহাদেবনগর এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটছিল। তাই আতঙ্কিত ছিলেন গ্রামবাসীরা। তাঁরা জানান, শুক্রবার গভীর রাতে যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। তাঁকে ওই ভাবে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের একাংশের। অভিযোগ ওঠে, এরপরেই তাঁকে পাকড়াও করে বেদম মারধর করা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন করিম। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।