শেষ আপডেট: 27th December 2023 13:15
দ্য ওয়াল ব্যুরো: ইঞ্জিনিয়ারিং পাঠে ছাত্রীদের উৎসাহিত করতে উদ্যোগী হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যার জন্য আবেদন ফি-তে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ২০২৪ সালের রাজ্য জয়েন্ট থেকেই ছাত্রীদের জন্য এই ছাড়ের সুবিধা চালু হয়ে যাবে । একইসঙ্গে আবেদন ফি-তে বিশেষ ছাড়ের আওতায় থাকবেন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীরাও।
সামনেই জয়েন্ট রাজ্য এন্ট্রান্স পরীক্ষা। আগামীকাল ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। ইতিমধ্যে এবছর রেজিস্ট্রেশনের জন্য কত টাকা ধার্য করা হয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এবার মহিলা ও ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের জন্য ছাড়ের ঘোষণা করল শিক্ষা দফতর। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আগে জেনারেল বা সাধারণ বিভাগের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ছিল ৫০০ টাকা, সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ৪০০ টাকা। এবার সেই ফি বাড়েনি। তবে এরই সঙ্গে মহিলা ও ট্রানসজেন্ডারদের জন্য নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। আর এই বিভাগে প্রার্থীদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে ৩০০ টাকা।
ব্রাত্য বসু জানান, কন্যাসন্তানদের পড়াশুনোয় উৎসাহ দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি লিখেছেন, “এ বছর অসংরক্ষিত, সংরক্ষিত শ্রেণির মহিলা পরীক্ষার্থী এবং ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি কমিয়ে দেওয়া হচ্ছে।”
— Bratya Basu (@basu_bratya) December 26, 2023
প্রসঙ্গত, জয়েন্ট পরীক্ষায় উত্তীর্ণরা স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে পড়ার সুযোগ পাবেন। সদ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে সেই পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। বোর্ডের তরফে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য দিন হিসাবে ২০২৪ সালের ২৮ এপ্রিল তারিখটি ঘোষণা করা হয়েছে। ওই দিন বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গণিত এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। গণিতের পরীক্ষাটি ১০০ নম্বরের, পদার্থবিদ্যা এবং রসায়ন মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
ইতিপূর্বেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের তরফে জানানো হয়েছে, এই পরীক্ষার মূল্যায়নের শেষে কোনও মেধাতালিকা প্রকাশিত হবে না। পরীক্ষার্থীদের ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে হবে, যেখানে তাঁদের প্রাপ্ত নম্বর এবং র্যাঙ্ক উল্লেখ করা থাকবে। সেই নম্বরের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ মিলবে।