শেষ আপডেট: 31st January 2025 00:05
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পর এবার মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা জেন ফার্মা প্রাইভেট লিমিটেডকে নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্য ভবন। নিয়মিত যে ওষুধ সরবরাহ করার কথা ছিল, এই সংস্থা গত ১ বছর ধরে তা সরবরাহ করতে না পারার অভিযোগ উঠেছে।
ওষুধ সরবরাহ না করতে পারার অভিযোগে সংস্থাকে শোকজ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। পরে এই সংস্থার আধিকারিকদের স্বাস্থ্য দফতরে হাজিরা দিতেও বলা হয়েছে।
গতকাল অর্থাৎ ২৯ জানুয়ারি রাজ্য স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী দিনে ইন্টার মেডিক্যাল স্টোরের কোনও টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না এই কোম্পানি। তিন বছরের জন্য মুম্বইয়ের এই ওষুধ নির্মাণকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বাংলায়।
শুধু তাই নয়, কোম্পানিকে শোকজ করলেও তাদের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এই কোম্পানির তরফে কাউকে ডেকে পাঠানো হলে সেখানেও কেউ আসেননি বলে অভিযোগ উঠেছে।
বস্তুত, মেদিনীপুর মেডিক্যালে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। আরও তিন জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।
অভিযোগ উঠেছে, হাসপাতালে নিম্নমানের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের। তার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রসূতিরা। ওই স্যালাইন তৈরি করেছিল 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস'। এর পরেই ওই সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্য দফতর। এবার আরও এক সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করল স্বাস্থ্য ভবন।