শেষ আপডেট: 16th August 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট পরবর্তী সময়ে বেশ কিছুদিন নীরব থাকার পর ফের স্বমহিমায় বিজেপির মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা করতে গিয়ে বাংলার অবস্থা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের চেয়েও শোচনীয় বলে দাবি করলেন দিলীপ।
এদিন দিলীপ ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গে মানবতা বিপন্ন। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশকেও ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ।"
কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, "অপরাধীদের বাঁচানো হচ্ছে, যাঁরা সহযোগিতা করছেন তাঁদের প্রোমোশন দেওয়া হচ্ছে। বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে।"
এই প্রসঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন দিলীপ। বিজেপি নেতা বলেন, "যিনি মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী। কামদুনি, বগটুই থেকে সন্দেশখালি। একটার পর একটা জঘন্য ঘটনায় পশ্চিমবঙ্গ রেকর্ড করেছে। একটা লোককে সাজা দেওয়া হয় না। পুলিশ ভুল করে ধরে ফেললে পুলিশকেই সাজা দেওয়া হয়। এটা কোনও সভ্য দেশে মেনে নেওয়া যায় না। একজন মহিলার কাছ থেকে এটা আমরা আশা করিনি যে এমন চরম পরিস্থিতি তৈরি হবে।"