শেষ আপডেট: 2nd August 2024 21:52
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। এবার 'খেলা হবে দিবস' উপলক্ষে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন।
১৬ অগস্ট 'খেলা হবে দিবস' পালন করে তৃণমূল সরকার। ওই দিন রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাবের তরফে নানা রকম খেলার আয়োজন করা হয়। যে সমস্ত ক্লাব ওইদিন খেলার আয়োজন করছে তাদের ১৫ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের ক্রীড়া দফতর। সংশ্লিষ্ট বিজপ্তিতে এই টাকা কাদের দেওয়া হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এবছর প্রতিটি জেলায় খেলা দিবস পালনের জন্য বিশেষ পরিকল্পনা করেছে রাজ্য। যার জন্য নেওয়া হয়েছে নির্দিষ্ট কর্মসূচিও। নবান্ন সূত্রের খবর, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি কর্পোরেশনে এই কর্মসূচি পালন করা হবে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পালিত হবে এই সরকারি কর্মসূচি। আর সমস্ত আয়োজক ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।
সূত্র মারফত আরও জানা গেছে, সব ক্লাবই ‘খেলা হবে দিবস’-এর দিন ফুটবল সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে। প্রতিটি জায়গার অনুষ্ঠানে বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি,এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে ‘খেলা হবে’ স্লোগান তুমুল ভাইরাল হয়েছিল। রাজনৈতিক নেতা তো বটেই আট থেকে আশি সাধারণ মানুষের মুখেও কার্যত শোনা গিয়েছিল ‘খেলা হবে’। বিধানসভা নির্বাচনে জয়লাভের পরেই ১৬ অগস্ট 'খেলা হবে দিবস' পালন করতে শুরু রাজ্য সরকার। সেইমতোই স্বাধীনতা দিবসের পরের দিন আগামী ১৬ অগস্ট রাজ্যজুড়ে এই দিবস পালিত হবে।