শেষ আপডেট: 21st May 2024 19:54
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের মাঝামাঝি প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা ছিল বঙ্গবাসীর। টানা তাপপ্রবাহের জেরে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবার ছুটির পালা শেষ। গরমের ছুটি কাটিয়ে কবে খুলবে রাজ্যের স্কুল-কলেজ? জানিয়ে দিল শিক্ষা দফতর।
সংশ্লিষ্ট দফতর সূত্রের খবর, আগামী ২ জুন রবিবার। এরপর ৩ জুন সোমবার থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে। স্কুল শিক্ষা দফতরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল, ২ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। একদিন পর ৩ জুনই শিক্ষা দফতর স্কুল খোলার প্রস্তুতি নিতে চলেছে বলেই সূত্রের খবর।
ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে ক্লাস করার মতো কী অবস্থা রয়েছে, বিভিন্ন জেলার ডিআই-দের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দফতর।
অতিরিক্ত গরমের কারণে গত ২২ এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলে ছুটি দেওয়া হয়েছিল। যদিও স্কুল কবে খুলবে, তা সেসময় জানানো হয়নি। তবে মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী, ৬ মে থেকে ২ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। সেক্ষেত্রে ছুটি এগিয়ে এলেও পূর্ব নির্ধারিত সময়েই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।
অন্যদিকে, টানা স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে সিলেবাস শেষ করা যাবে কি না তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় ছাত্রছাত্রী-অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা। ফলে স্কুল খুললেই বাড়তি ক্লাস করানোর পরিকল্পনাও করা হয়েছে।