Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক
Mamata Banerjee on GST

জিএসটি সংগ্রহে এগিয়ে বাংলা! সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী, অর্থ দফতরকে শুভেচ্ছাবার্তা

জিএসটি আদায়ে দেশের সার্বিক বৃদ্ধির হার ছিল ৯.৪৪ শতাংশ। বাংলায় তার তুলনায় জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার প্রায় ২ শতাংশ বেড়েছে।

জিএসটি সংগ্রহে এগিয়ে বাংলা! সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী, অর্থ দফতরকে শুভেচ্ছাবার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 April 2025 10:15

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-২৫ অর্থবর্ষে জিএসটি (GST) সংগ্রহের ক্ষেত্রে দেশের সার্বিক বৃদ্ধির হারের তুলনায় বাংলার হার বেশি। সোশ্যাল মাধ্যমে এই তথ্য দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাভাবিকভাবেই তিনি উচ্ছ্বসিত এবং শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাজ্যের অর্থ দফতরকেও। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে জিএসটি বাবদ ৪ হাজার ৮০৮ কোটি টাকা বেশি সংগ্রহ হয়েছে। এই সময়ের মধ্যে জিএসটি আদায়ে দেশের সার্বিক বৃদ্ধির হার ছিল ৯.৪৪ শতাংশ। বাংলায় তার তুলনায় জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার প্রায় ২ শতাংশ বেড়ে ১১.৪৩ শতাংশ হয়েছে বলেও জানিয়েছেন মমতা। তাঁর কথায়, 'এই সাফল্য বুঝিয়ে দেয় রাজ্য স্বনির্ভরতা এবং অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে পেরেছে এবং ধীরে ধীরে আরও উন্নতি করছে। রাজ্যের অর্থ দফতরকেও আমি অভিনন্দন জানাচ্ছি।' 

জিএসটির দু’টি ভাগ থাকে। একটি ভাগ কেন্দ্রীয় সরকার পায়, যাকে সিজিএসটি বলে এবং অপর ভাগটি পায় রাজ্য, যাকে বলা হয় এসজিএসটি। কোনও পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিক্রি হলে তখন নেওয়া হয় ‘ইন্টিগ্রেটেড জিএসটি’ বা আইজিএসটি। এর টাকা প্রথমে পুরোটাই কেন্দ্রের কাছে যায়। তবে শুল্কের একটি অংশ পরে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। সেই টাকা এসজিএসটি বাবদ রাজ্য পায়। 

ক'দিন আগে বিদ্যুতেও সেরার শিরোপা পেয়েছিল বাংলা। সে নিয়েও তথ্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২০২৪-২৫ সালের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (CEA) WBPDCL-এর সাঁওতালদিহ তাপবিদ্যুৎ কেন্দ্রকে (PLF ৯৪.৩৮%) দেশের সেরা (প্রথম স্থান) কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দিয়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের বক্রেশ্বর কেন্দ্র (PLF ৯৩.৩%), চতুর্থস্থানে সাগরদিঘি (PLF ৯০.৮৬%) এবং নবম স্থানে ব্যান্ডেল (PLF ৮৯.৬২%) তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। 

 


ভিডিও স্টোরি