শেষ আপডেট: 23rd November 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা উপনির্বাচনে (West Bengal Bypolls Results 2024) ৬টি আসনেই দলের জয়জয়কার হয়েছে। শনিবার ফলাফল সামনে আসতেই দলীয় প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেছেন, ‘মাদারিহাটের জনগণকে বিশেষ ধন্যবাদ, আমাদের প্রথম বারের মতো সুযোগ দেওয়ার জন্য।’
বিরোধীদের লাগাতার কুৎসা, অপপ্রচারের পরও উপনির্বাচনের সবকটি আসনে জয়ের পর নাম না করে বিজেপিকে ‘জমিদার’ আক্রমণ করে অভিষেক লেখেন, ‘জমিদার (বিজেপি), সংবাদমাধ্যম এবং কলকাতা হাইকোর্টের একাংশ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য লাগাতার বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কিন্তু, বাংলার মানুষ তাতে সাড়া দেয়নি। তাঁরা ফের একবার তৃণমূলের উপরেই আস্থা রেখেছেন।’
Congratulations to all six @AITCofficial candidates for their decisive victories in the WB bye elections, defying the narratives created by the ZAMINDARS, the media and a section of the Kol HC to defame Bengal for their own vested interests. A special thanks to the people of…
— Abhishek Banerjee (@abhishekaitc) November 23, 2024
তবে বিপুল জয়ের সব কৃতিত্ব দলের নেতা, কর্মীদের দিয়েছেন অভিষেক। তাঁদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অক্লান্ত প্রচেষ্টার জন্যই এই ফলাফল বলে মনে করে তাঁর আশ্বাস, ‘তৃণমূল কংগ্রেস বাংলার সম্মান ও গর্ব রক্ষা করতে এবং বাংলার মানুষকে পরিষেবা প্রদান করতে লাগাতার এভাবেই কাজ করে যাবে।’
শুধু বাংলাই নয়, মেঘালয় বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। শুক্রবার সে রাজ্যেরও ফল প্রকাশিত হয়েছে। কিন্তু সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও জিততে পারেনি তৃণমূল। তবে দলের কর্মীদের অভিনন্দন জানাতে ভোলেননি অভিষেক।
তিনি লেখেন, 'আমি সাধিয়ারানি এম সাংমা এবং গোটা দলকে আন্তরিক অভিনন্দন জানাই। মুকুল সাংমা এবং চার্লস পিংগ্রোপের দক্ষ নেতৃত্বে মেঘালয়ে তৃণমূল অক্লান্ত পরিশ্রম করেছে। সব প্রতিকূলতা সত্ত্বেও আমরা শক্তিশালী লড়াই করেছি। তার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। মেঘালয় ইউনিটের সকল সৈনিকদেরও স্যালুট।’
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও লেখেন, ‘মেঘালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা অঙ্গীকারবদ্ধ। গামবেগরের জনগণকে ভালবাসা এবং সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ। আমি আপনাকে আশ্বস্ত করছি, এই সুন্দর রাজ্যে মানুষের সেবায় কোনও খামতি রাখবে না তৃণমূল।'
I extend my heartfelt congratulations to Sadhiarani M Sangma and the entire @AITC4Meghalaya unit under the resolute leadership of @mukulsangma and @AITCCharles for their tireless efforts and for putting up such a formidable fight despite all odds.
— Abhishek Banerjee (@abhishekaitc) November 23, 2024
I salute all the foot soldiers… pic.twitter.com/NaNrrm7LeW
মেঘলায়ের গামবেগরে আসনে উপনির্বাচন হয়েছিল। শুক্রবার ফল প্রকাশ হতে দেখা দেখা যায়, ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীর কাছে হেরে গিয়েছেন তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বী করা সাধীরানি এম সাংমা। এই আসনে এনপিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার স্ত্রী মেহতাব চান্ডি আগিটক সাংমা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গামবেগরে আসনে এনপিপি পেয়েছে ১২ হাজার ৬৭৮টি ভোট। তৃণমূল পেয়েছে ৮ হাজার ৮৪টি ভোট।