শেষ আপডেট: 13th November 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: আপাত শান্তিপূর্ণভাবে উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হলেও যত বেলা বেড়েছে তত অশান্তি বেড়েছে রাজ্যে। তবে ভোটের শতাংশের সেইভাবে কোনও প্রভাব পড়ছে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বেলা ৩টের মধ্যে বাংলায় গড়ে ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ।
হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে হচ্ছে উপনির্বাচন। বেলা ১টা পর্যন্ত রাজ্যে প্রায় ৪৬ শতাংশ ভোট পড়েছিল। দুপুর ৩টেয় সেই হার পৌঁছেছে ৫৯.৯৮ শতাংশে। এখনও পর্যন্ত তালডাংরা ভোট শতাংশের হারে এগিয়ে রয়েছে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৬৫ শতাংশ। এক নজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কত ভোট পড়ল।
দুপুর ৩টে
তালডাংরা - ৬৫ শতাংশ
হাড়োয়া- ৬৩.১১ শতাংশ
মেদিনীপুর- ৬১.৫৪ শতাংশ
সিতাই - ৫৮ শতাংশ
মাদারিহাট - ৫৭.৯৮ শতাংশ
নৈহাটি - ৫২.৪০ শতাংশ
এই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের ৬ কেন্দ্রে। মোট ১০৮ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে। স্ট্রংরুম পাহারার দায়িত্বে আছে ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বুথের বাইরে অবশ্য রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মীরাই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট ১ হাজার ৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুরে। কমিশন জানিয়েছে, সিতাইয়ে ৩০০, মাদারিহাটে ২২৬, নৈহাটিতে ২১০, হাড়োয়ায় ২৭৯, মেদিনীপুরে ৩০৪ এবং তালডাংরায় ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।