আক্রান্ত আইএসএফ সমর্থক
শেষ আপডেট: 12th November 2024 20:37
দ্য ওয়াল ব্যুরো: রাত পেরোলেই কাল বাংলার ছয় কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগে উত্তপ্ত হয়ে উঠল হাড়োয়া বিধানসভার শাসন। আইএসএফ সমর্থকের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ।
তৃণমূল কংগ্রেসের বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় শূন্য হয়েছিল হাড়োয়া কেন্দ্রটি। হাজি নুরুল লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন। কিছুদিন আগে তাঁর মৃত্যু হয়। হাড়োয়া কেন্দ্রে চতুর্মুখী লড়াই।
রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের সুবিধাগুলি নিয়ে মানুষের দুয়ারে প্রচার করছেন কর্মীরা। সংখ্যালঘু এবং মহিলা ভোটারদের ভোটে জয়ের ব্যবধান বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই আবহেই আইএসএফ সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠল।
প্রসঙ্গত, শুক্রবার তালডাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিমলাপালের মণ্ডলগ্রাম অঞ্চলে বিজেপি প্রার্থীর প্রচার কর্মসূচিতে বাইক বাহিনীর হামলা চালানোর অভিযোগ উঠেছিল। অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে। বিজেপির দাবি, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মণ্ডলগ্রাম অঞ্চলে তাঁদের কর্মসূচি চলছিল। তারপরেও তৃণমূলের বাইক বাহিনীর হামলার শিকার হন বিজেপি কর্মী বিশ্বরূপ দে। আহত বিজেপি কর্মীকে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
একদিকে ভোট পরবর্তী হিংসার মামলায় (একুশের বিধানসভা নির্বাচন) তদন্তের মাঝেই খবর এসেছে আরও হত্যাকাণ্ডের। রক্তাক্ত হয়েছে বারবার বাংলা। কাঁকুড়গাছি, ঝালদা, পানিহাটি, মালদা, বাঁকুড়া, মুর্শিদবাদ, দুই ২৪ পরগনা, কোনও জায়গা বাদ পড়েনি।