শেষ আপডেট: 9th July 2024 14:38
দ্য ওয়াল ব্যুরো: ওএমআর শিট নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে এমনই বিস্ফোরক দাবি করল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে অভিযোগ শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি রাজা শেখর মান্থা।
মঙ্গলবার ছিল ২০১৭ সালে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সংশ্লিষ্ট মামলাটিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্যের পরামর্শেই ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছিল। পর্ষদের বোর্ডের সদস্যরা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেযননি। এই প্রসঙ্গেই বোর্ডের সদস্যদের সেই সময়কার 'রিজলিউশন' পেপার আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থার।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওএমআর সিট নষ্ট করা হয়েছে। সম্পূর্ন বেআইনি হওয়া সত্ত্বেও মানিক ভট্টাচার্যের অনুমোদনেই ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছিল। পর্ষদের সদস্যদের সঙ্গে কোনো পরমার্শ ছাড়াই সবকিছু হয়েছে।
পর্ষদের বক্তব্য, মানিক ভট্টাচার্য নিজে বোর্ডের সিদ্ধান্ত নিতেন। তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের জানাননি। ওএমআর শিটের বিষয়ে বোর্ডের মিটিংয়ে কোনও 'রেজলিউশন' নেওয়া হয়নি। যা শুনে বিস্মিত হন বিচারপতি রাজা শেখর মন্থর। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে মিটিংয়ের 'রিজলিউশন' কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্য। সেই থেকে জেলবন্দি রয়েছেন তিনি। এরপর তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকও গ্রেফতার হন। তবে স্ত্রী-পুত্র জামিনে মুক্তি পেলেও জেলবন্দি রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এর আগে জামিন চাইতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। যদিও শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে রাজ্যের কাছে আবেদন জানাতে বলেছিল তাঁকে।