শেষ আপডেট: 3rd August 2022 10:55
দ্য ওয়াল ব্যুরো: কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে একের পর এক পদক আসছে। বুধবার লভপ্রিৎ সিং (Lovepreet Singh) ব্রোঞ্জ জিতেছেন ১০৯ কেজি বিভাগে।
মোট ৩৫৫ কেজি ওজন তুলেছেন লভপ্রিৎ। তিনি একটুর জন্য রুপো মিস করেছেন। স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় লভপ্রিৎ ১৫৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১৬১ কেজি ভার তুলেছেন। স্ন্যাচে তিনি সব থেকে বেশি ভার তোলেন তৃতীয় প্রচেষ্টায়। তিনি তৃতীয় দফায় ১৬৩ কেজি ভার তোলেন।
স্ন্যাচে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকেন ভারতীয় তারকা। ভারতীয় ভারোত্তোলকের মতোই ১৬৩ কেজি ভার তোলেন কানাডার পিয়ের আলেকজান্দ্রো বেসেতি। ১৬৪ কেজি ভার তুলে এক নম্বরে থাকেন সামোয়ার জ্যাক ওপেলগি।
ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় ১৮৫ কেজি ভার তোলেন লভপ্রিৎ। দ্বিতীয় প্রচেষ্টায় ১৮৯ কেজি ভার তোলেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ১৯২ কেজি ভার তুলে লড়াই শেষ করেন তিনি। ৬টি লিফটই দারুণ ছিল তাঁর।
স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কের সেরা পারফরম্যান্স মিলে লভপ্রিত মোট ৩৫৫ কেজি ভার তোলেন, সেটাই তাঁকে পদক এনে দিয়েছে। লভপ্রিতের দুরন্ত ফলের সুবাদে ভারত চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে ৯ নম্বর পদক এল ভারতের।