শেষ আপডেট: 13th March 2025 16:55
দ্য ওয়াল ব্যুরো: বাংলার ভোটার লিস্ট থেকে 'ভূত' তাড়াতে শনিবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee's Meeting)।
ওই বৈঠকে দলের সব সাংসদ, বিধায়ক, পঞ্চায়েতের ত্রিস্তরের সদস্য এবং কলকাতা-সহ সকল পুরসভার সমস্ত কাউন্সিলরকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকে ডাকা হয়নি ওয়েবকুপার সদস্যদের। যা নিয়ে তৃণমূলের অন্দরেও বিস্তর কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন ঘটনার নেপথ্যে যাদবপুর কাণ্ডের ছায়া রয়েছে।
১ মার্চ যাদবপুরে ওয়েবকুপার সম্মেলন এবং সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে একাংশ পড়ুয়ার বিক্ষোভের রেশ এখনও চলছে। গোটা ঘটনায় দলের অনেক নেতা-নেত্রী ব্রাত্য বসুর পাশে দাঁড়ালেও এ ব্যাপারে এখনও টুঁ মন্তব্যও করেননি অভিষেক।
সূত্রের দাবি, যাদবপুরে ওয়েবকুপার সম্মেলন করা নিয়ে অসন্তুষ্ট অভিষেক। তাঁর ঘনিষ্ঠমহলের মতে, অন্যত্রও ওয়েবকুপার সম্মেলন করা যেত। তা না করে গোলমাল হবে জেনেও যাদবপুরে ওয়েবকুপার সম্মেলনের আয়োজন করে আদতে বিরোধীদের হাতে ইস্যু তুলে দিয়েছেন ব্রাত্য বসুরা। সে কারণেই অভিষেকের ভার্চুয়াল মাধ্যমের মিটিংয়ে দলের বাকি সবাইকে ডাকা হলেও ওয়েবকুপাকে ডাকা হয়নি বলে মনে করা হচ্ছে।
তবে এ ব্যাপারে অভিষেকের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। দলের একাংশের মতে, বৈঠক থেকে ওয়েবকুপাকে বাইরে রাখার বিষয়টির ব্যাখ্যা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
দিল্লি, মহারাষ্ট্রের মতো বাংলার ভোটার লিস্টেও কমিশনের সাহায্যে ভূতুড়়ে ভোটার ঢুকিয়ে বিজেপি বাংলা দখলের চেষ্টা করছে বলে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভা থেকে অভিযোগ করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অভিযোগের সপক্ষে একই এপিক নম্বরে একাধিক ভোটারের নামের উদাহরণও টেনে আনেন তিনি। ওই মঞ্চ থেকেই অভিষেক ও সুব্রত বক্সীকে নিয়ে রাজ্যস্তরের কমিটি গঠন করে দিয়েছিলেন দলনেত্রী। পরের বৈঠকে অবশ্য অভিষেক উপস্থিত ছিলেন না। সেই বৈঠকে ভূতুড়ে ভোটার সংক্রান্ত বিষয়ে জেলা ভিত্তিক কমিটি গঠন করেছিলেন সুব্রত বক্সীরা। যদিও রাতের মধ্যেই ওই কমিটি খারিজ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক কী নির্দেশ দেন, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।