শেষ আপডেট: 2nd February 2025 09:30
দ্য ওয়াল ব্যুরো: সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়লে গরমের দাপট। সরস্বতী পুজোর সময় শেষ কবে এমন আবহাওয়ার সঙ্গী হতে হয়েছিল?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, প্রায় আড়াই দশক আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটই এর প্রধান কারণ। ফলে সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে। সেই সঙ্গে ঘন কুয়াশার জেরে রাজ্যের একাধিক জেলায় দৃশ্যমানতা রবিবারও ৫০ মিটারে নেমে আসবে।
প্রচলিত ধারণা অনুযায়ী, সরস্বতী পুজো পর্যন্ত শীতের রেশ দেখতে পাওয়া যেত। পাঞ্জাবি বা শাড়ির ওপরে সোয়েটার কিংবা জ্যাকেট পরে পুষ্পাঞ্জলি দেওয়াটাই স্বাভাবিক ছবি হিসেবে ধরা হত। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা এবারে সব হিসেব ওলোটপালট করে দিয়েছে।
কনকনে ঠান্ডা তো দূরে থাক, এবারের সরস্বতী পুজোয় রীতিমতো গরম অনুভূত হচ্ছে। শুক্রবার স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ডিগ্রি ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারও তথৈবচ। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার সরস্বতী পুজোর দিনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি ওপরে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৪ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৩ শতাংশের ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। তবে বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়ার আভাস মিলেছে। এর মধ্যে সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে বাংলা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।