পাঁচ দিন আগে বর্ষা ঢুকল নিকোবরে। আজ থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। হুগলি, নদীয়া-সহ একাধিক জেলায় শিলাবৃষ্টির সতর্কতা।
আবহাওয়া
শেষ আপডেট: 15 May 2025 19:24
দ্য় ওয়াল ব্যুরো: চলতি বছর বর্ষা কিছুটা তাড়াতাড়িই হাজির হয়েছে দেশে। নির্ধারিত সময়ের পাঁচদিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশেও ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমি বায়ু মধ্য বঙ্গোপসাগরেও ঢুকে পড়বে এবং আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশও কভার করবে।
আজ, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৭০ কিমি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৬০ থেকে ৭০ কিমি/ঘণ্টা।
নদীয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে ঝড়বৃষ্টির পূর্বাভাস, হাওয়ার গতিবেগ হতে পারে ৩০–৫০ কিমি/ঘণ্টা। আবারও বাড়তে পারে ঝড়বৃষ্টির দাপট। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ সর্বত্র। দমকা হাওয়ার গতিবেগ ৩০–৪০ কিমি/ঘণ্টা পর্যন্ত হতে পারে। সোমবারেও নদীয়া ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গের পাঁচটি পার্বত্য জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি) বৃহস্পতিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৫০ কিমির দমকা হাওয়া বইবে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। চলতি সপ্তাহের শুক্রবার ও শনিবার এই পাঁচ পার্বত্য জেলার সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঝড়ের সম্ভাবনা কম, তবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। মালদা ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।