শেষ আপডেট: 23rd June 2024 10:28
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতও হচ্ছে। আগের মতো জ্বালাপোড়া গরমও নেই।
কিন্তু বর্ষা মানেই তো ঝমঝম করে নাগাড়ে বৃষ্টি। কবে থেকে শুরু হবে ভারী বৃষ্টিপাত? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবারের মতো রবি থেকে মঙ্গলবার কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃ্ষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। কিন্তু ভারী বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতাতেও। তবে আদ্রতাজনিত অস্বস্তি এখনই দূর হবে না।
এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৫৫ থেকে ৮৫ শতাংশ। সেক্ষেত্রে দিনের বেলা কিছু এলাকায় আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে।
গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। তবে মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এবারে সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। কিন্তু টানা ২০ দিন উত্তরে আটকে ছিল মৌসুমী বায়ু। ফলে দক্ষিণবঙ্গে বারে বারে পিছিয়েছে বর্ষার আগমন। অবশেষে বর্ষা ঢুকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা শুনিয়েছে হাওয়া অফিস। ফলে এবার চাতকের মতো ভারী বৃষ্টিপাতের অপেক্ষায় আমজনতা।